“দামি কোন লাহেঙ্গা নয় , পরিবর্তে লাল রঙের আনারকলি চুড়িদার ,পঞ্জাবি স্টাইল বিনুনি , হালকা গয়না এবং চোখে সানগ্লাস ৷ অন্যদিকে, ম্যাথিয়াসকে দেখা গিয়েছে সাদা রঙের শেরওয়ানিতে! ”
সম্প্রতি সম্পন্ন হল বলিউডের অভিনেত্রী তাপসী পান্নু এবং ডেনমার্কের প্রাক্তন ব্যাটমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়েরের শুভ পরিণয়। ভারতের উদয়পুরে স্রেফ পরিবারের লোজনক এবং বন্ধুদের মধ্যেই বিয়ে সেরেছেন এই নবদম্পতি। অনুষ্ঠানে বলিউড থেকে যোগ দিয়েছিলেন অভিনেত্রী পাওয়েল গুলাটি , পরিচালক অনুরাগ কশ্যপ এবং কনিকা ধিল্লন। তারা প্রত্যেকেই তাপসীর ঘনিষ্ঠ বন্ধুও।
বিস্তারিত
বলিউডে কিছুদিন যাবৎ একটি নতুন রীতি শুরু হয়েছে। কমবেশি সকলের বিয়েতেই একটু অন্য রকম নতুনত্বের ছোঁয়া দিতে ব্যাস্ত সকলেই। কখনও পোশাকের আঙ্গিকে , কখনও খরচের হিসেবে। কয়েক দশক পেছনে ফিরে দেখলেও বলিউড অন্দরে এই চল তেমন একটা চোখে পড়ে না। এর উত্থান সাম্প্রতিক সময়ে।
বর্তমানে যেখানে কমবেশি সকল বলি অভিনেতা-নেত্রীরা নিজেদের বিয়েকে আরও বেশি জাঁকজমক করে তুলতে ব্যাস্ত সেখানে একেবারে সাধারনভাবে কতকটা চুপিসারেই বিয়ে সারলেন বলিউডের অন্যতম স্পষ্টভাষী অভিনেত্রী তাপসী পান্নু। পাত্র , ডেনমার্কের প্রাক্তন ব্যাটমিন্টন তারকা ম্যাথিয়াস বোয়ের। মিডিয়ার নজড় এড়িয়ে কেবল পরিবারের মানুষজনকে সঙ্গী করে রীতিমত পাঞ্জাবি স্টাইলে লাল রঙের আনারকলি চুড়িদার এবং সাদা রঙের শেরওয়ানিতেই সম্পন্ন হল এই দম্পতির শুভ পরিণয়।
সূত্রের খবর , বিয়েটি সম্পন্ন হয়েছে উদয়পুরে। অনুষ্ঠানে বলিউড থেকে যোগ দেন অভিনেত্রী পাওয়েল গুলাটি , অনুরাগ কশ্যপ এবং কনিকা ধিল্লনও।তারা প্রত্যেকেই তাপসীর ঘনিষ্ঠ বন্ধু।

Social Plugin