ট্রুব্র্যান্ডের বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫



অনুষ্ঠিত হল ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স ইভেন্ট ম্যানেজমেন্ট এর পরিচালনায় বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ | প্রতি বছরের মতো এ বছরও অনেক মনোনীত ব্যক্তিকে বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড সম্মানে সম্মানিত করা হয় । প্রতিষ্ঠানের কর্ণধার সম্মানীয় নঈম আলম মহোদয় সাংবাদিকদের জানালেন, আজ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের এই গুণী জন দের সম্মান জানাতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। যারা এই অনুষ্ঠানকে আলোকিত করলেন, তারা হলেন টলিউড ও খাদান ছবির প্লেব্যাক গায়ক, সুরকার - শ্রী ঈশান মিত্র, ভারতীয় ফিল্ম ও খাদান ছবির মিউজিক কম্পোজার - শ্রী নিলায়ন চ্যাটার্জি, ফরএভার মিসেস ইউনিভার্স ২০২৪ - শ্রীমতি পারোমী গোস্বামী, প্রখ্যাত অভিনেতা ও মডেল শ্রী নীল রামিজ, রাজনীতিবিদ ও সমাজকর্মী শ্রী ঝন্টু দে, সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট রনিথজ মেকওভার, যুগশঙ্খ সংবাদপত্রের সম্পাদক মাননীয় শ্রী চিন্ময় কুমার দাস, বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য মিতান্বীতা রায়, ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইংরাজি সাহিত্যের কবি ও শিক্ষক মাননীয় শ্রী ড. স্বপন কুমার নাথ, প্রখ্যাত রেডিও জকি এবং সঞ্চালক আরজে শান্তনু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা  সি ই ও শ্রী নঈম আলম , উপস্থাপক ও টিভি উপস্থাপক শ্রীমতি লাবণ্য দত্ত ও পিআর ডিরেক্টর মিস শর্মিষ্ঠা বিশ্বাস  মহাদয়া অনুষ্ঠানের সকল পুরস্কার প্রাপকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রসঙ্গত উল্লেখ্য সমাজের আরো বিশিষ্ঠ মানুষদের এই বঙ্গ শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করা হয় ।


এই অনুষ্ঠানে অন্যান্য সম্মানিত পুরস্কারপ্রাপকরা -

 অ্যাড. শ্রীমতী মিতা ব্যানার্জী রায়, ডঃ রবীন্দ্র নাথ মুখার্জী, শ্রীমতী শাস্বতী কর্মকার, ডঃ তপন মালিক, শ্রীমতী জয়ী দত্ত. শ্রীমতী সঙ্গীতা কাপাট, শ্রী অনীশ কাঞ্জিলাল, ডঃ সমীর শীল, পিএইচ.ডি, ডঃজাহানারা বেগম, শ্রী পার্থ সরকার, শ্রী সুদীপ সরকার, শ্রী দীপঙ্কর পোড়েল, ডঃ দেবব্রত মুখোপাধ্যায়, শ্রী দীপঙ্কর সরকার, জি টি ইনস্টিটিউট থেকে শ্রী শৌভিক দেব, শ্রী স্বপন মালাকার, নাট্যশ্রী গুরু শ্রীমতী দেবযানী চ্যাটার্জি, মাস্টার বৈভব দত্ত, শ্রীমতী ঐন্দ্রিলা চ্যাটার্জি, শ্রীমতী মন্দিরা পল চৌধুরী, মিস সুভ্রা চক্রবর্তী, মাস্টার স্বপ্নীল ঘোষ, শ্রী রাহুল চৌধুরী, শ্রী রোহন জয়সওয়াল, বিরিয়ানি প্লাজা থেকে ডাঃ রাহুল বোস, শ্রী কুনাল সিং, ডাঃ মোঃ সহিদুল আরেফিন,  শ্রীমতী চন্দনা জানা এবং বেঙ্গল বিল্ডকন থেকে শ্রীমতী মধুমিতা কর মাইতি |

Post a Comment

0 Comments