স্পেসওয়াকে নয়া রেকর্ড গড়লেন সুনীতা। ভারতীয় বংশোদ্ভূত নাসার এই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস মহাকাশে সাড়ে পাঁচ ঘণ্টা হেঁটে নয়া রেকর্ড কায়েম করেছেন। ৩৫৫ দিন ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে থাকার পর বৃহস্পতিবার স্পেস স্টেশনের বাইরে আসেন সুনীতা এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। সেখানেই মহাকাশমণ্ডলে টানা সাড়ে পাঁচ ঘণ্টা হেঁটেচলে বেড়ান তিনি। তবে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার মহাকাশে হেঁটেছেন সুনীতা। এটা সুনীতার নবম এবং উইলমোরের পঞ্চম স্পেসওয়াক বলে খবর নাসা সূত্রে। এখনও পর্যন্ত সুনীতা উইলিয়ামসের সর্বমোট স্পেসওয়াকের টাইমিং মোট ৬২ ঘণ্টা ৬ মিনিট।
Sunita Williams Makes History with Record-Breaking Spacewalk
Indian-American astronaut Sunita Williams has set a new record for the longest cumulative spacewalk time by a female astronaut. During her recent mission aboard the International Space Station (ISS), Williams surpassed the previous record of 60 hours and 21 minutes, achieving a new milestone of over 62 hours.
Williams's achievement highlights her exceptional skills and dedication to space exploration. This record-breaking spacewalk is a testament to her remarkable career and contributions to human spaceflight.

0 Comments