বিপদে বন্ধু এবং বন্ধুই বিপদ - এই দুয়ের মধ্যে একটা সূক্ষ্ম লক্ষণরেখা রয়েছে। যেটা ঘুঁচে গেলে আনন্দ বিরহে বদলে যায়। যেমনটা হয়েছে এই তরুণীর সঙ্গে।
বন্ধুর জন্মদিনের পার্টিতে নিমন্ত্রিত তরুণী। শুক্রবার সন্ধ্যায় আরেক বন্ধুকে সঙ্গে করে মালঞ্চ এলাকার একটি ফ্ল্যাটে গিয়ে উপস্থিত হন দুজনে। সেখানে গিয়ে তিনি দেখেন বার্থডে বয় ব্যাতিত আর কারোর টিকিটিও নেই। এরপর পার্টি চলে এবং ওই রাতেই তরুণীকে জোর করে গণধর্ষণ করেন ওই দুই যুবক। শনিবার সকালে, হরিদেবপুর থানায় অভিযুক্ত দুই যুবকের নামে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। যদিও দুই অভিযুক্তই পলাতক।

0 Comments