পুজোর আগেই বড় স্বস্তি গ্যাসের দামে, এক ধাক্কায় বিরাট কমল দাম
পুজোর আগেই বড় স্বস্তি এল রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে। মাসের শুরুতেই অনেকটা কমল এলপিজি-র দাম। পুজোর মরসুমে উপহার পেলেন খাবার-দাবারের দোকান, কলকাতার রেস্তোরাঁ এবং কেটারিং ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন শহরে ৫১.৫০ টাকা পর্যন্ত কমেছে সিলিন্ডারের দাম। তবে,এবারও কমানো হয়েছে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম।
১ সেপ্টেম্বর থেকে কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমে হল ১,৬৮৪ টাকা। যা ব্যবসায়ীদের দৈনিক খরচ কমাবে। তবে পুজোর আগে গৃহস্থদের জন্য গ্যাসের দামে কোনও ছাড় নেই। ১৪.২ কেজির গৃহস্থালী এলপিজি সিলিন্ডারের দাম ৮৭৯ টাকাই থাকছে। একাধিক বার কমার্শিয়াল গ্যাসের দাম বদলালেও ৮ এপ্রিল থেকে গৃহস্থালী গ্যাসের সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আসেনি ।এখন দিল্লিতে একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমার পর,১৫৮০ টাকায় নেমে এসেছে। তবে, ১৪ কেজি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আসেনি। পরিবর্তনের পর, ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে। কলকাতায় পুজোর মাসে এমনিতেই বিক্রিবাটা একটু বেশি হয়। তাই সিলিন্ডারও লাগে বেশি। আর ঠিক এই সময় এক ধাক্কায় গ্যাসের দাম কমে যাওয়ায়, সুবিধে হবে ছোট ব্যবসায়ীদের। IOCL ওয়েবসাইট অনুসারে, ১ সেপ্টেম্বর দাম কমার পর, নয়াদিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৬৩১.৫০ টাকা থেকে কমে হয়েছে ১৫৮০ টাকা।কলকাতায় ১৭৩৪.৫০ টাকার সিলিন্ডারের দাম কমে এখন মিলবে ১৬৮৪ টাকায়।মুম্বইতে আগের আগের দাম ছিল ১৫৮২.৫০ টাকা । এখন তা কমে ১৫৩১.৫০ টাকা হল। চেন্নাইতে সিলিন্ডারের দাম ১৭৮৯ টাকা থেকে কমে ১৭৩৮ টাকা হয়েছে।

0 Comments