ট্রুব্র্যান্ড বিজনেস লিডার অ্যাওয়ার্ডস ২০২৫


2 মার্চ, ট্রুব্র্যান্ড মাল্টিপ্লেক্স এর উদ্যোগে কলকাতার সায়েন্স সিটি সেমিনার হলে অনুষ্ঠিত হয় "ট্রুব্র্যান্ড বিজনেস লিডার অ্যাওয়ার্ডস 2025 স্বীকৃতি এবং পুরস্কার অনুষ্ঠান(TRUEBRAND'S BUSINESS LEADER AWARDS)। এই অনুষ্ঠানে আনুমানিক ৩০ জন বিশিষ্ট ব্যবসায়ীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে তাদের অসামান্য অবদানের জন্য পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন মাননীয় নাঈম আলম স্যার। জনাব নাঈম আলম বছরে কয়েকবার এমন মহৎ অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ব্রিটিশ অভিনেত্রী ও মডেল মিস আলেকজান্দ্রা টেলর; ভারতীয় চলচ্চিত্রের লেখক, প্রযোজক ও পরিচালক অধ্যাপক ড. মোহন দাস; ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের ফেস্টিভ্যাল চেয়ারম্যান এবং মাস্টার্স বডি বিল্ডিং-এ ইউনিভার্স মিঃ অমৃত মান লিম্বু। তাদের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেছে ।



অনুষ্ঠানটি প্রখ্যাত পেশাদার টিভি উপস্থাপক মিসেস লাবণ্য দত্তের উপস্থাপনার মাধ্যমে শুরু হয়। এরপর প্রধান অতিথিদের দ্বারা প্রদীপ প্রজ্জ্বলন ও শঙ্খধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত লেখক ডঃ স্বপন কুমার নাথ তার স্বাগত বক্তব্যে সম্মানিত পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে একজন ছিলেন মাননীয় শ্রী চিন্ময় কুমার দাস, দৈনিক যুগশঙ্খ পত্রিকার প্রধান সম্পাদক ও পরিচালক।

এই অনুষ্ঠানে পুরস্কৃত বিশিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিরা হলেন - Sayak Textile, Mrs. Amrita C Sengupta, Ask Financial Hub, Omkarnath Consultant, Ganesh Infraworld Limited, PS Digitech-HR (India) Pvt. Ltd., Annpeey Estates Pvt. Ltd., Heal & Grow, Meditech Systems India, Think nXt Media, eTaxAdviser Consultancy, The Jurist, Vyapaar Zone, Swapan Malakar Sitalpati, MG College of Skill Education, Polstar Fan, Hi-Tech Elevators, Kid's Convent School, Aati Pual Mushroom (OPC) Private Limited, Light Product Marketing OPC Private Limited, Blue Bird Films & Marketing, Ushoshi Small Micro Finance Private Limited, Abdul Bin Construction, Lexproadvice, and Tally Academy.

পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছাড়াও অনুষ্ঠানে বেশ কিছু বিশেষ বক্তৃতা দেওয়া হয়। আর্থিক উপদেষ্টা ড. অর্ণব বোস "একটি ক্রমবর্ধমান ব্যবসার আর্থিক কাঠামো," ট্যারো বিশেষজ্ঞ মিসেস অমৃতা সি সেনগুপ্ত আলোচনা করেছেন "কীভাবে ট্যারোট কার্ড রিডার এবং সংখ্যাতত্ত্ব ব্যবসার বৃদ্ধিতে সহায়তা করে" এবং ডঃ নিতিন আগরওয়াল "ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের গুরুত্ব" নিয়ে আলোচনা করেছেন।


Post a Comment

0 Comments